বগুড়া: গত ৮ বছরে বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন খাতে ১ হাজার ৬৪৬ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কালে উন্নয়নের এ চিত্র তুলে ধরেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
সভায় দুই উপজেলার জনপ্রতিনিধিরা আগামী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের প্রতি সমর্থন দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মণ্ডল, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাশরাফি হিরো ।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় সভায় সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সব ইউপির চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।