ডেস্ক নিউজ: রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজ ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
গতকাল রবিবার দ্বিতীয় দিনের মত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে নতুন এ কর্মসূচি দিয়ে টিএসসির অবরোধ তুলে নেন তারা।
আন্দোলনের সমন্বয়ক মশিউর রহমান সাদিক বলেন, ‘সোমবার সকল অনুষদের গেটে তালা ঝুলিয়ে দেয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বর্জন করবো। শুধু পরীক্ষা চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।