আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দীর্ঘ অবকাশযাপনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে নিজের একটি গল্ফ রিসোর্টে ১৭ দিনের লম্বা ছুটি কাটানোর জন্য গেছেন তিনি। নিউ ইয়র্ক শহর থেকে ৪৫ মিনিটের দূরত্বে ট্রাম্পের এ গল্ফ রিসোর্ট ৫৩৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্বসূরী বারাক ওবামাকে দীর্ঘ অবকাশযাপনের জন্য সমালোচনা করতেন। এমনকি ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন যে, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবকাশযাপনে যাবেন না। তিনি আরো বলেছিলেন, “আমি ছুটি নেয়া প্রেসিডেন্ট হব না।”
হোয়াইট হাউজের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অবকাশে থেকেও আগামী দু সপ্তাহ কাজ করবেন এবং এটা হবে তার ‘ওয়ার্কিং ভ্যাকেশন’।
বলা হচ্ছে- হোয়াইট হাউজের ‘হিটিং অ্যান্ড কুলিং’ সিস্টেমের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প অসময়ে অবকাশে গেছেন।
সূত্র : পার্সটুডে