বুধবার সকাল ৮টায় ভোট শুরুর পর দিনের প্রথমার্ধের মধ্যে তাদের ভোট বর্জনের ঘোষণা আসে।
সকাল থেকে বিভিন্ন পৌরসভায় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে বাক্স ভরার অভিযোগ করেছেন প্রার্থীরা। চট্টগ্রামে সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
চট্টগ্রাম
চট্টগ্রামের সন্দ্বীপের পৌরসভার বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর, রাউজানের আবদুল্লাহ আল হাসান ও রাঙ্গুনিয়ার মো. হেলাল উদ্দিন খান ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বরগুনা
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামরুল আহসান মহারাজ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সকালে ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে বরগুনা পৌর এলাকার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।
জামালপুর
আওয়ামী লীগ প্রার্থীর লোকেরা কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দিয়ে জাল ভোট দিচ্ছে অভিযোগ তুলে জামালপুর পৌরসভায় জাতীয় পার্টির খন্দকার হাফিজুর রহমান বাদশা ও দেওয়ানগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুন্নবী অপু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রতিপক্ষের লোকজন এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে বলেও অভিযোগ তাদের।
লক্ষ্মীপুর
পৌরসভায় কারচুপি ও এজেন্টদের মারধরের অভিযোগ এনে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী এবিএম জিলানি।
ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে অবাধে ব্যালট পেপারে সিল মারা এবং ভোটোরদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া
কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও আগে থেকে ব্যালটে সিল মেরে রাখা হচ্ছে অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় ভোট শুরুর চার ঘণ্টার মধ্যে বিএনপির প্রার্থী মো. মন্তাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রমান বাবুল ও সোহেল ভূইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
টাঙ্গাইল
ক্ষমতাসীন দলের কর্মীরা প্রকাশে ভোট দিতে বাধ্যকরা, এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্র দখল এবং দলীয় সমর্থকদের মারধর করার অভিযোগ এনে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম সরকার শহীদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশিদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সিরাজগঞ্জ
আওয়ামী লীগের প্রার্থী হালিমুল হক মিরুর লোকজন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে এজেন্টদের বের করে দিয়ে নৌকায় ভোট দিতে বাধ্য করছে অভিযোগ তুলে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভিপি রহিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।