বিধান সরকার ॥ বরিশাল নগরীর আবাসিক হোটেল এরিনা থেকে পড়ে সুমন হোসেন সিকদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত পৌনে ২টায়
এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সিকদার বরিশাল বিমানবন্দর থানা এলাকার আফতাব সিকদারের ছেলে। এঘটনায় নিহতের বন্ধুকে অটক করেছে পুলিশ। কোতয়ালি মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন জানান, রাতে মাতাল অবস্থায় সুমন সিদকার হোটেলে ৫ তলার একটি জানালার গ্লাস ভেঙে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই রাতেই শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। সুমন কিভাবে পড়েছে বা কেউ ফেলে দিছে কিনা এজন্য শওকত হাওলাদার (৩৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি আরো জানান, শওকতকে আটক করার সময় তাদের ভাড়া নেয়া কক্ষ থেকে কয়েকটি বিদেশী মদের বোতল, নগদ টাকা এবং তাস উদ্ধার করা হয়। আটক যুবক শওকত হোসেন বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার আদম আলী হাওলাদারের ছেলে।
হোটেলের একটি সূত্র জানিয়েছে, হোটেল এরিনার ৮ম তলায় মদের বার থেকে সিড়ি বেঁয়ে মদপ্য অবস্থায় ৪ /৫ যুবক নামতে ছিল। এসময় তাদের মধ্যে বাদানুবাদ থেকে মারামারি হলে সুমন ধাক্কা খেয়ে গ্লাস ভেঙে ৫তলা থেকে নিচে পড়ে যায়। এনিয়ে হোটেল এরিনার মালিক মো. গুলজার আলমের বক্তব্য জানতে চাইলে তার মোবাইল রিসিভ করেনি।