দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা সদ্য কারামুক্ত মাহমুদুর রহমানকে দেখতে যান। এ সময় হাসপাতালে থাকা মাহমুদুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের কাছে মাহমুদুর রহমানের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন বিএনপির চেয়ারপারসন। এ সময় মাহমুদুর রহমানও খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন।
খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাঁকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট ৯৩টি মামলা রয়েছে। সব মামলায় জামিন শেষে গত ২৩ নভেম্বর গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।