আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সাদ হারিরি ‘নিশ্চিতভাবেই’ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
বুধবার রোম সফরে গিয়ে ইতালির দৈনিক সংবাদপত্র লা স্টাম্পাকে দেয়া এক সাক্ষাৎকারে আউন বলেছেন, গত ৪ নভেম্বর হারিরির পদত্যাগের মাধ্যমে লেবাননে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল তা নিশ্চিতভাবে কয়েক দিনের মধ্যে নিরসন করা হবে।
লেবাননের প্রেসিডেন্ট বলেন,”আমরা দেশের পরিস্থিতি এবং বাস্তব অবস্থা সম্পর্কে সব রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছি। এসব আলোচনা অত্যন্ত ফলপ্রসু এবং ইতিবাচক হয়েছে।”
গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরানকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে তিনি এক লিখিত বক্তব্যে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছে। (পার্সটুডে)