জাকির সিকদার,স্টাফ রিপোর্টারঃ জনাব হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডার হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর তিনি চট্টগ্রামের বাশখালীতে শিক্ষনবীশ সহকারী পুলিশ সুপার হিসেবে হাতেকলমে পুলিশি কাজ শুরু করেন। সফলভাবে শিক্ষনবীশকাল সমাপ্তির পর তিনি ২০০০ সালে রাজারবাগে সহকারী পুলিশ কমিশনার (সরবরাহ) এর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে এই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয় ভোলার সার্কেল এ এস পি হিসেবে। এছাড়া ছাত্রজীবনে তিনি দৈনিক বাংলার একজন স্থানীয় সাংবাদিক হিসেবে কাজ করেছেন ।
২০০২ সালে এই কর্মকর্তা কে বদলি করা হয় রাজশাহী মেট্রোপলিটন এর সহকারী পুলিশ কমিশনার হিসেবে।
২০০১ সালে সরকার পরিবর্তন হওয়ার পর বিশেষ জেলার পুলিশ অফিসার হবার কারনে ২০০২ সালে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে ৫ বছরের অধিক অনর্থক ও এস ডি থেকে ২০০৭ চাকুরীতে বহাল হন, উত্তরার পুলিশ ব্যাটালিয়নের বিকিউএম এর দায়িত্ব পালনের মধ্যদিয়ে।
২০০৮ এ কসোভোতে যান জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্ব পালনে। সেখান থেকে ফিরে এসে ২০০৯ এ ঢাকা মেট্রোপলিটন এর উপ – পুলিশ কমিশনার (সদর দপ্তর) হিসেবে । একজন পুলিশ কর্মকর্তা যে দায়িত্বের বাহিরেও অসংখ্য কাজে নিজের অদম্য প্রত্যয় দিয়ে যুক্ত হতে পারেন সেটি তিনি সন্দেহাতীতভাবে প্রমান করেছেন।
২০১১ তে তিনি ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান এবং গত ৪ বছরে তিনি যে অবদান রেখেছেন তা ইতিমধ্যে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে । ঢাকা জেলা পুলিশ সুপার এর দায়িত্বপালনকালীন সময়েই তিনি প্রমোশন পেয়ে এডিশনাল ডিআইজি সংস্থাপন হিসেবে পুলিশ সদর দপ্তরে যোগ দিয়েছেন ।