ঘুমাতে পারিনা বন্ধু জমে গেছে হাত,
বড় কষ্টের শীতের এই রাত !!!
খোলা আকাশের নীচে আমাদের বাস,
তীব্র কামড় দেয় শীতের বাতাস ।
শিশিরে ভিজে আমাদের ছেড়া কাথা,
অভাবে নত হয় আমাদের মাথা।
পেট জুড়ে বন্ধু তীব্র অনাহার,
শীতের পৃথিবী জীবন ছারখার ।
বাচতে চাই বন্ধু হাত বাড়াও তোমরা,
বড় কষ্টে আছি এই আমরা !!!
হাত বাড়াও বন্ধু আমাদের জন্য,
হতে চাই, “মানুষ হিসেবে গণ্য ” ।
ফারহানা মোবিন, চিকিৎসক ও লেখক, 26.12.15