স্পোর্টস ডেস্ক : বাঁ-হাতি ওপেনার দিমুথ করুনারত্নে বলেছেন, চন্ডিকা হাতুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নিলে সেটা শ্রীলংকা ক্রিকেটের জন্য ভাল হবে। বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর হাতুরুসিংহে শ্রীলংকার দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
করুনারত্নে বলেন, ‘অবশ্যই এটা লংকান দলের জন্য ভাল হবে। কেননা তিনি দলের অধিকাংশ খেলোয়াড় সম্পর্কে জানেন। প্রাদেশিক পর্যায়ে আমি তার অধীনে খেলেছি, সুতরাং এটা অবশ্যই আমাদের জন্য ভাল হবে। তবে তিনি আসছেন কিনা সে সম্পর্কে আমার কোন ধারণা নেই।’
গত মাসে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরকালে হঠাৎ করেই হাতুরু পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বর্তমানে ভারত সফরে থাকা লংকান দলের এ ওপেনার বলেন, ‘আমি শুনেছি তিনি লংকান দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন। তবে এখনো নিশ্চিত নই। এ বিষয়ে আমার কোন বক্ত্য কিংবা মন্তব্য নেই। এ বিষয়ে ঘোষণা দেয়ার দায়িত্ব শ্রীলংকা ক্রিকেটের।’ (বাসস)