ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১০) রাতে এই স্বর্ণসহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর সিনিয়র এএসপি (সহকারী পুলিশ সুপার) তানজিনা আক্তার।
আটককৃতরা হলেন আক্তার হোসেন, লাল মিয়া ও সেকান্দার হাওলাদার।
তানজিনা আক্তার বলেন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি ৩৮৪৬ নম্বর ফ্লাইটে বিকাল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন আটক ব্যক্তিরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ২ নম্বর গেট এলাকায় তাদের আটক করে ব্যাগ ও শরীরে তল্লাশি চালিয়ে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।