নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের সহশ্রাধিক মানুষ অন্ধকার জগতে বসবাস করছেন। প্রায় ৫গটি পরিবার স্বাধীনতার ৪৫ অতিবাহিত হলেও এখনও বিদ্যুতের আলো দেখেনি। সরকার আসে সরকার যায়। কিন্তু ভাগ্যের কোন পরিবর্তন ঘটছে না তাদের। ক্ষমতায় যাওয়ার আগে বিদ্যুতের আলোর ঝলকানির আশ্বাস প্রদান করলেও কিন্তুু বাস্তবে তা আর হয়নি।
গতকাল শনিবার সরজমিনে বিদ্যুৎহীন গ্রামটিতে উপস্থিত হলে দেখা যায় এমন চিত্র। এসময় ইসলামপুর গ্রামের বাসিন্দা স্কুল ছাত্র ইমন, সাকির ও তানবির অভিযোগ করে বলেন, ল্যাম্প জ্বালিয়ে দীর্ঘসময় পড়ালেখা করা যায় না। ঘন ঘন কেরোসিন ঢালতে হয়। একটু বাতাসে ল্যাম্পের আগুন নিভে যায়। উক্ত গ্রামের বাসিন্দা সিলেট এমসি কলেজের ছাত্র রাগ ক্ষোভে কিছু বলতে অস্বীকার করেন।
এলকাবাসীর জানান, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে দেশের সর্বত্র উন্নয়নের হলেও এই গ্রামের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
এশিয়ার বৃহত্তম বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্প থেকে মাত্র দেড় কি.মি. দূরে অবস্থিত ইসলামপুর গ্রাম। ওই এলাকার বিদ্যুৎ দেশবাসীকে আলোকিত করলেও দূর্ভাগ্যক্রমে ইসলামপুর গ্রামটি রয়েগেছে এখনও অন্ধকারে। গ্রামবাসী জানান “আমাদের এলাকার পরিবেশ নষ্ট করে কারো বাড়ি, কারো জমির উপর দিয়ে বৈদ্যুতিক খুটি গেছে” অথচ আমরা বিদ্যুতের আলো থেকে যোগ যোগ ধরে বঞ্চিত হচ্ছি।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর কারণে নবীগঞ্জের অনেক গ্রামে বিদ্যুতায়নের কাজে গতি আসছে না। এ নিয়ে হতাশ প্রকাশ করছেন সচেতন মহল। তাই দ্রুত গ্রামটিতে বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন গ্রামবাসী। এ ব্যাপারে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলালের সাথে জানান, গ্রাইটি বিদ্যুতায়নের করার কাজ চলছে। অচিরেই উক্ত গ্রামকে বিদ্যুতায়ন করা হবে।