ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করার জনপ্রিয় মাধ্যম স্কাইপ-এ কিছু সমস্যার কারণে অনেকেই এখন সেবাটি নিতে পারছেন না।
এর মালিক মাইক্রোসফ্ট তাদের এক বিবৃতিতে বলেছে স্ট্যাটাস সেটিংস-এ কিছু সমস্যা তারা ধরতে পেরেছে।
সে কারণেই কেউ অনলাইনে থাকলেও তাকে অফলাইন দেখাচ্ছে।
এই কারণে অনেকে ইন্টারনেট সংযোগের মধ্যে থাকলেও কোন কল করতে পারছেন না।
যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সকাল নয়টা থেকে স্কাইপ সংযোগে বিঘ্ন দেখা দেয়।
এছাড়া অস্টেলিয়া, জাপান থেকেও একই সমস্যার কথা জানানো হয়েছে।
স্কাইপ এর কর্মকর্তারা বিষটি নিয়ে টুইটারে জানিয়েছে সমস্যাটি দ্রুত সমাধানে কাজ করছে তারা। একই সাথে দু:খ প্রকাশ করেছে স্কাইপ ব্যবহারকারীদের কাছে।