সৌন্দর্যের নীলা ভূমি
মোঃ আমিনুল ইসলাম
সুন্দরী গাছ বনের ভিতর আছে সারি সারি।
অনেক জাতের পাখি এসে বেঁধেছে বাসা বাড়ি।
গাছের নিচে ঝোপ-ঝারেতে,
বনের মাঝে ফুল ফুটেছে,
অনেক জাতের ফুল।
প্রজাপতি রংগিন পাখায় দিয়ে যায় বহু দোল।
হরিণ গুলো শিং নাড়িয়ে দল বাঁধিয়া চলে।
গোধূলী বেলায় আলোর ছলে ভারি সুন্দর লাগে।
ডোরা কাটা চিতা গুলি বুক ফুলিয়ে চলে,
হরিণ শাবক চিতা দেখে লাফিয়ে লাফিয়ে চলে।
সুন্দর বনের সুন্দর জিনিস সুন্দরীইনা লাগে,
জলের মধ্যে কুমির গুলি চলাফেরা করে।
সুন্দর বনের সৌন্দর্য্য যেন আপন মনে চলে,
গোলপাতা আর গেওয়া গাছে মৌ টুসিরা থাকে।
চাঁক বাধিঁয়া মৌ টুসিরা মধু এনে রাখে,
মৌ টুসিরা বনের ভিতর স্বাধীন ভাবে চলে।