বিশেষ প্রতিনিধি,আল আমিন রানাঃ পারষ্পারিক আস্থা বা বিশ্বাস এর আলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় যথাযথ সহযোগিতার মাধ্যমে সুষ্টু ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরী করে সকলের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব পূর্ণ মনোভাব গড়ে তোলার লক্ষে ৮ই আগষ্ট সোমবার দিন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী গ্রামের অরুণ যুব শক্তি’র বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের কক্ষে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজয়ের বি.বি.এ শিক্ষার্থী মিরাজ আহ্েেম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ গল্পকার ও সাংবাদিক আল আমিন রানা।
উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্মাদক রাহাত হাসান রাজু,শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রনি,সম্মানিত সদস্য শরিফ হোসেন,আল আমিন,নারী বিষয়ক সম্মাদিকা শ্রাবন্তী আহমেদ লাকী,সাধারণ সদস্যগনের মধ্যে ছিলেন-মাহমুদা আক্তার সুরমা,রিতা আহম্মেদ,নিলুফা আক্তার,সালমা আক্তার,ছনিয়া আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বিশেষ অতিথি তরুণ গল্পকার সাংবাদিক আর আমিন রানা তার বক্তব্যে বলেন-আপনাদের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানাচ্ছি আমি আসা করি আপনাদের মধ্যে এলাকার অসহায় দরিদ্র ছাত্র ছাত্রীরা লেখা পড়া শিখে দেশ ও জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে। এবং বাংলাদেশকে একটি শক্তিশালী আর্দশ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারে সেই সাথে সংগঠনের বিভিন্ন দিক নির্দশা দেন।
অরুণ যুব শক্তির মূল লক্ষ্য বিষয় তুলে ধরেন সাধারণ সম্পাদক রাহাত হাসান রাজু, তিনি বলেন-আমাদের সংগঠনের মূল উদেশ্য হলো অতি দরিদ্র অসহায় ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রধান করা, ছাত্র ছাত্রীদের নিজেদের পাঠ্যত্রুম বুঝতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান,এবং ছাত্র ছাত্রীদেরকে নিজেদের মধ্যে সুষ্ঠ,সুন্দর,বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতা মূলক মনভাব তৈরীতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান। সেই সাথে সকল ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন বৃত্তিক এবং মননশীল প্রতিযোগিতার আয়োজন করা আর এর সবকিছুরই সহযোগিতা আমরা এলাকার বিভিন্ন কলেজে পড়া শুনা করছি এমন ছাত্ররা করে থাকি কারন আমাদের একটাই লক্ষ্য এলাকার যুব সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত করা।