ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ২৩ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।
সোমবার ঢাকা মহানগর হাকিম ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি জামিন আবেদন করেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
তিনি বলেন, সেলিমা রহমান ২৩ মামলায় সিএমম কোর্ট এবং মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। কিছুক্ষণের মধ্যে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই