এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ”মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এ শ্লোগান কে ধারন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইভ দ্য ফিউচার’ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দুই শতাধিক সুবিধাববঞ্চিত পথশিশু ও পথবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারাফিয়া কুয়েতিয়া গ্রুপ অব কোং এমডি এন্ড সিইও, মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টাঃ স্কুল কুয়েতের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি, এন আরবি কমার্শিয়াল ব্যাংক এর ডিরেক্টর শহিদ ইসলাম পাপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সময়ের আলোর চীফ এডিটর জিল্লুর রহমান ও ব্যারিস্টার সৈয়দ তাসবির হাসান।
প্রধান অতিথি শহিদ ইসলাম পাপুল বলেন, শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না। তিনি সেইভ দ্য ফিউচার ফাউন্ডেশন কে ধন্যবাদ দেন এরমক একটি সুন্দর আয়োজন করার জন্য।
ভবিষ্যৎতে এরমক আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, অনেকের কাছে শীতকাল প্রিয় হলেও কিছু মানুষের জন্য তা দুঃখের কারণ। আর সেই দুঃখ একটুখানি হলেও লাঘবের চেষ্টায় আমাদের এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা এবং আহবায়ক কাওসার আহমেদ সহ সেইভ দ্য ফিউচারের সদস্যবৃন্দ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই