ডেস্ক নিউজ: সুন্দরবনে মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা।
সোমবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদী সংলগ্ন ধানঘরা খালে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে আফসার গাজীর ছেলে ইমরুল গাজী, খালেক গাজীর ছেলে সামাদ গাজী, ফনি গাজীর ছেলে সেলিম গাজী, হালিম গাজীর ছেলে ডালিম গাজী, ধুমঘাট গ্রামের সুরত আলীর ছেলে রহমান, কালিঞ্চী গ্রামে মৃত নুর আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম, সাকাত গাজীর ছেলে মুজিবর গাজী ও বৈশখালী গ্রামে জিন্দার গাজীর ছেলে রহমান গাজী।
অপহৃত জেলেদের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য ফিরোজ আহমেদ বলেন, ভোরে মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনী জেলেদের অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছেন। কিন্তু কেউ অভিযোগ করেননি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, তিনি ঘটনা লোকমুখে শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।