বিশেষ প্রতিবেদকঃ সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি’কুয়েত, Sunamgonj Social Welfare Association’Kuwait, এর আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে কুয়েত সিটির রাজধানী হোটেলে।
উক্ত বর্ধিত সভায় সংগঠনের গত দুই বছরের বিভিন্ন কর্মকান্ড ও হিসাব নিয়ে আলোচনা হয়।
গত দুই বছরের হিসাব সহ সমস্ত কিছু হস্তান্তর করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুক কবির এর কাছে সংগঠনের প্রতিষ্টাতা আহ্বায়ক ও প্রতিষ্টাতা সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী ও সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মিজানূর রহমান।
পরে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মঈন উদ্দিন অবকাশ কালীন ছুটিতে বাংলাদেশ যাবেন সেজন্য তাঁকে আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রস্তাব করা হলে, উপস্থিত সকলের সম্মতি ক্রমে সদস্য মঈন উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়।
পরে সংগঠনের সাবেক প্রতিষ্টাতা উপদেষ্টা ডি এম ওয়ারিছ আলীকে আহ্বায়ক কমিটির অন্তর্ভুক্ত করা হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুক কবির।
এতে উপস্তিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব করম আলী সাহেব, সাবেক প্রতিষ্টাতা প্রধান উপদেষ্টা, আশরাক আলী ফেরদৌস, বাকির মিয়া ,আব্দুল মান্নান, কাজী শফিকুজ্জামান, মঈন উদ্দিন , জনাব কাওসার আহমদ মোরাদ সাহেব,জনাব আলা,আবু তাহের ও সংগঠনের প্রতিষ্টাতা আহ্বায়ক ও সভাপতি উদীয়মান তরুণ সংগঠক মুরাদুজ্জামান চৌধুরী এবং সাবেক প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মিজানূর রহমান।
শেষে আগামী নতুন কমিটির নির্বাচনী বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।