স্টাফ রিপোর্ট : সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ফের সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২১
অক্টোবর) থেকে শুরু হলো । মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধান আসামি কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন মঞ্জুর করেন।আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর
রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কামরুলের নিযুক্তীয় আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার ফারুক রোববার (১৮
অক্টোবর) ৩৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের ফের
সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে আবেদন করেন। ওইদিন আবেদন খারিজ করা হলেও মঙ্গলবারের আবেদনের ওপর পূণরায় শুনানী হলে আদালত তা মঞ্জুর করেন । এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে কামরুলসহ ১১ আসামিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানী
শেষে দুপুর ১২টা ৬ মিনিটে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। শিশু রাজন হত্যা মামলায় গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত ১০ কার্যদিবসে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ৩৬ জনের সাক্ষ্য গ্রহন শেষে তা সমাপ্তি ঘোষনা করা হয়। আদালত বুধবার (২০ অক্টোবর) ৩৪২ ধারায় আসামিদের নিলক্ষিন ও ২৫ অক্টোবর যুক্তিতর্কের তারিখ ধার্য্য করেন। কিন্তু মঙ্গলবার পূণরায় সাক্ষ্য গ্রহহণের সিদ্ধান্ত হওয়ার কারনে বিচারকাজ প্রলম্বিত হবে জানান আইনজীবীরা। এবছরের ৮ জুলাই ভোরে শিশু
রাজনকে ‘চোর’ বানিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা
করা হয়। নির্যাতনের ২৮ মিনিটের ভিডিওচিত্র
ইন্টারনেটে ছড়িয়ে দিলে দেশে বিদেশে তোলপাড় শুরু হয়। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষজন। খুনিদের শাস্তি দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকে।