মোঃ বিলাল উদ্দিন/ হেলাল আহমদঃ প্রাইম ইসলামী লাইফ ইন্সু্রেন্স লিমিটেড সিলেট জুন ০২ এর জে.ই.ভি.পি. ইনচাজ, হযরত মাওঃ সামছুল হুদা মাসুক এর সভাপতিত্বতে মাহে রমজানের তাৎপয শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এ. মতিন। প্রধান আলোচক সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হযরত মাওঃ হাবিব আহমদ শিহাব।
উক্ত সভায় বিশেষ অতিথি উপস্হিত ছিলেন, ইসলামী ভাষ্যকার বিটিভি ও মাই টিভি,হযরত মাওঃ মাহবুব আহমদ, নাঈমী। মাসিক স্বাপ্ন ঘুড়ি সম্পাদক কে. এম. আব্দুল্লাহ আল মামুন। প্রাইম ইসলামী লাইফ ইন্সুু্রেন্স লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওঃ হিলাল আহমদ। এছাড়াও প্রাইমের সব সদস্যবৃন্দ ও গন্যামান্য ব্যক্তি উপস্হিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই