সিলেট প্রতিনিধি: সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের ঘাটেরচটি ও সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম ওমর ফারুক (৩৮)। তিনি সিলেটের জৈন্তাপুর থানার লক্ষ্মীপ্রসাদ গ্রামের বাসিন্দা।
এছাড়া নিহত নারীর (৩৫) নাম পরিচয় জানা যায়নি। তবে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল সূত্র জানিয়েছে।
হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ অগ্রদৃষ্টিকে জানান, সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার ঘাটেরচটি এলাকায় সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তামাবিলগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওমর ফারুকের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও দুজন।
পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে পাঠান। আহতদের মধ্যে জুবায়ের সিরাজী নামের একজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, সিলেট-তামাবিল মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। তার মৃতদেহ সিওমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল জরুরি বিভাগ থেকে জানা গেছে।