নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে নামীদামী রেস্টুরেন্ট থেকে শুরু করে দেশের সর্বত্রে যতসব রেস্টুরেন্ট রয়েছে তার প্রত্যেকটিতে যে, খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় একটি খুবই নাজুক পরিবেশ বিরাজমান; সেটি শুধুমাত্র দেশের সাস্থ্য সচেতন মানুষ’ই নয়;বোধকরি সর্বমহল এসম্পর্কে জ্ঞাত।
দেশের সবচেয়ে সুনামধন্য ও অন্যতম রপ্তানীকারক প্রতিষ্টান প্রাণ কোম্পানির নিজস্ব পণ্য প্রাণের বিভিন্ন ফুড খেয়ে যেখানে মানুষের প্রাণ রক্ষা করার কথা; সেখানে প্রাণ কোম্পানির ফুড খেয়ে দেশের অনেক মানুষের প্রাণহীন হয়েছে বলেও জানাগেছে।
আর দেশের ছোট ছোট শহর গুলোতে তো সাধারণ মানুষকে অসুস্থ্য করে তুলতে ও প্রাণহীন হওয়ার মতো পণ্য তৈরী করে চলেছে রেস্টুরেন্ট, মুদি দোকান ও ফুড কনফেকশনারি অহরহ।
তেমনি গত ১৩,০২,২০১৬ ইং তারিখে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারের একটি মুদি দোকানে (তারেক এন্ড তানভীর ভেরাইটিজ ষ্টোরে) গিয়ে পুষ্টি ফোড প্রোডাক্টস্ এর মেরি সল্টেড বিস্কুট প্যাকেটের ভেতর চুল পাওয়া গেছে।
এদিকে মেরি সল্টেড বিস্কুট প্যাকেটের গায়ে লেখা ফোন নাম্বারটিতে উক্ত পুষ্টি ফোড প্রোডাক্টস্ এর প্রতিষ্টানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে কাউকে পাওয়া যায়নি।
সিলেট ও মৌঃ বাজার এলাকার অনেকে বলেন, পুষ্টি কোম্পানির বিস্কুটে পুষ্টির লেশ মাত্র নেই।
আর সিলেটের ঐ কোম্পানিটির ফ্যাক্টরি সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরিকৃত।