জালালাবাদ অ্যাসোসিয়েশন উপমহাদেশের অন্যতম একটি সমাজকল্যাণ সংগঠন।
এই সংগঠনটি বৃহত্তর সিলেটের সর্বত্রে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে।
সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে সিলেট অঞ্চলের বৃহৎ এই সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ,দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়েও প্রয়োজনীয় সেবা,চিকিৎসা সেবাসহ সব ধরনের সেবামূলক কাজে জালালাবাদ অ্যাসোসিয়েশন অনবদ্য ভূমিকা রেখে চলেছে।
সম্প্রতি আব্দুল হাই মামুনকে সভাপতি ও মুরাদুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতকে অনুমোদন দিয়েছে ঢাকার কেন্দ্রীয় কমিটি।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত স্থানীয় প্রবাসীদের নানা সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে থাকে।পাশাপাশি বাংলাদেশে সিলেট অঞ্চল ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সাহায্যার্থে সংগঠনটির কুয়েত শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের কুয়েত শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আব্দুল হাই মামুন এবং প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু,সমাজসেবক ও জনদরদি হিসেবে পরিচিত প্রবাসী নেতা সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী যখনই শুনছেন দেশ-বিদেশের মানুষেরা সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন; তখনই জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে এ দুই নেতা সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন।
এবার হবিগঞ্জ জেলার নবিগঞ্জের কুয়েত ফেরত মোহাম্মদ আজিমকে গৃহনির্মাণের জন্য অর্থ অনুদান প্রদান করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আ হ জুবেদ ওই অনুদান গ্রহণ করেন।