সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিককে নির্যাতন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামের শাস্তির দাবি জানিয়েছে সিলেটের চার উপজেলা প্রেস ক্লাব।
এ দাবিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।
সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বক্তারা বলেন, অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে সংবাদ প্রকাশ করায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক বকুল আহমদ তালুকদারের উপর অমানুষিক নির্যাতন চালান শাল্লার ইউএনও আসিফ বিন ইকরাম। দ্রুত তাকে প্রত্যাহার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় এতে অংশ নেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মিনহাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, সুহেল রানা, জৈন্তাপুর প্রেস ক্লাবের সদস্য রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেস ক্লাবের সদস্য কাওসার আহমদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনাফ খান, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন রশিদ, শিক্ষক নেতা শাহজাহান চৌধুরী, ফটো সাংবাদিক আনিছ মাহমুদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, পাপ্পু তালুকদার, মনিরুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের রিয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমদ, যুবলীগ নেতা মাসুদ আহমদ, নূরে আলম, শাহ্ আলম স্বাধীন, শরিফুর রহমান, কয়সর আলম, ছাত্র নেতা নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমুখ।