ভারত প্রতিনিধি:: গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা হামলায় নতুন যুক্তি তুলে ধরেছেন বলিউড তারকা সালমান খানের আইনজীবী। ‘দাবাং’ তারকার পক্ষের আইনজীবী জানান, ওই দিনের গাড়ি দুর্ঘটনায় নুরুল্লাহ মেহবুব শরীফ নিহত হননি। বরং ক্রেন থেকে ছিড়ে পড়া গাড়ির আঘাতে তিনি মারা যান।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সুবারবান বান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চলতি বছরের ৬ মে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সেশন আদালত সালমানের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন। ২ দিন পর, ৮ মে তিনি ৩০ হাজার রুপি জামানত দিয়ে জামিন পান।
শুক্রবারের (৩০ অক্টোবর) যুক্তি-তর্কে সালমানের আইনজীবী অমিত দেশাই জানান, ওই রাতে গাড়ি দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। বরং, ক্রেন থেকে গাড়ি পড়লে তিনি মারা যান। ময়না তদন্তে নিহত ব্যক্তির শরীরের উপরের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।
অমিত আরও জানান, দুর্ঘটনার পর দেখা গেছে নুরুল্লাহ কাঁদছে। অর্থাৎ তখনো তিনি মারা যাননি। এর পর ক্রেন থেকে ছুটে যাওয়া গাড়ির আঘাতে তিনি মারা যান।