ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
যশোর : জেলায় গভীর শোক এবং শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে যশোর শহরের চাঁচড়া বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান।
সিলেট : জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ সকাল ৭টার পর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর পিপিএম, বিপিএমবার।
হবিগঞ্জ : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
ঝালকাঠি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও প্রভাষক গোলাম মর্তুজা।
লক্ষ্মীপুর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
মেহেরপুর : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ পালন উপলক্ষে জেলা পশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
নওগাঁ : জেলায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহিস্পতিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা পশাসক মো. মাহবুবুর রহমান।
নড়াইল : শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে জেলায় শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহণ করেন।
নীলফামারী : জেলায় পালিত হয়েছে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর : জেলায় আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
ব্রাহ্মণবাড়িয়া : জেলার আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর : জেলায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু আবুল কাসেমের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বৃদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান।
খাগড়াছড়ি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলায় শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
পাবনা : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রেস ক্লাব, অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, জেলা প্রশাসন, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দূর্জয় পাবনা’য় পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বুদ্ধিজীবীদের স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। (বাসস)