এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ “মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে, উন্মুক্ত বাতাসে।” একক আবৃত্তি পরিবেশনা মঙ্গলালোক শিরোনামে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি ও আবৃত্তি শিল্পী এ কে এম সামছুদ্দোহার একক আবৃত্তি নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।
আগামী ২৯ এপ্রিল সন্ধ্যা ৬ টায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ‘মঙ্গলালোক’ এর আয়োজন করেছে আবৃত্তি সংগঠন ‘সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।
নিজের একক আবৃত্তি প্রযোজনা নিয়ে সামছুদ্দোহা বলেন, দেড় যুগেরও বেশি সময় আবৃত্তি অঙ্গনে কাজ করলেও এটিই আমার প্রথম একক পরিবেশনা। পেশাগত ব্যস্ততা ও সাংগঠনিক ব্যস্ততার কারণে ব্যক্তিগত প্রযোজনায় যথেষ্ট দেরি হয়ে গেলো। তবে এই সময় নিরন্তর নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। এই পরিবেশনায় ৪৭ এর দেশভাগ থেকে বর্তমান বাংলাদেশ পর্বের সময়টাকে বেশকিছু কবিতায় ধরার চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই