সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুরে এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাসচাপায় মারা গেছেন এন আনসার কমান্ডার। তার নাম জাহাঙ্গীর হোসেন। পরে দুর্ঘটনায় আহত ব্যক্তিও চলে যান না ফেরার দেশে। দুর্ঘটনায় আরও এক আনসার সদস্য আহত হয়েছেন।
রবিবার ভোর পাঁচটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কবিরপুর গ্রিডের আঞ্চলিক আনসার কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বরগুনায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে কবিরপুর এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা অর্কিড এ্যালিগ্যান্স (ঢাকা মেট্রো ব ১১-৬৮৭৭) নামে একটি কোচকে পেছন থেকে একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১১-৬৯৫১) ধাক্কা দেয়। এতে কোচের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে আহত হয়।
আহত ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য কবিরপুর পাওয়ার গ্রিডের দায়িত্বরত দুই আনসার সদস্য এগিয়ে আসেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দুই আনসার সদস্য সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কোচ তাদের ধাক্কা দেয়। এতে একজন আনসার সদস্য লাফিয়ে দূরে যেতে সক্ষম হলেও কমান্ডার জাহাঙ্গীর ও দুর্ঘটনায় আহত ব্যক্তি কোচের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত ওই ব্যক্তির নামপরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনায় লাফিয়ে বেঁচে যাওয়া আনসার সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আনসারের ঢাকা জেলা কমান্ডার সাইফুল্লাহ রাসেল ঢাকাটাইমসকে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, নিহত আনসার কমান্ডারের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। পরে তার পরিবারকে আরও পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে।