ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধঃ সাতক্ষীরা সদর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবুল কামাল আজাদ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে দেনাদার মোমিনুল ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলো- একই গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।
সোমবার রাত ৯ টার দিকে ঘোনা বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ওই গ্রামের মৃত আব্দুল হামিদে ছেলে।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, ঘোনা বাজারে তাদের একটি রড সিমেন্টের দোকান আছে। স্থানীয় মোমিনুল তাদের দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল বাকি নেয়। কিন্তু অনেকদিন হলেও টাকা দিতে নানা সময় টালবাহানা করতে থাকেন মোমিনুল।
তিনি আরো জানান, সোমবার রাত ৯ টার দিকে ঘোনা বাজারে বাবা মোমিনুলের কাছে পাওনা টাকা চায়। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে বাবা মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার পর তিনি মারা যান। এ ঘটনায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই