ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ঝালখালী গ্রামের দিনমজুর রিক্সাচালক মো. হান্নান মিয়া ও গৃহিনী পিয়ারা বেগমের ছেলে মো. সাজিম মিয়া (১)। জন্মের পর থেকেই মাথার ব্রেইন ও ঠোঁট কাটাসহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
বাবা-মা সন্তানের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে এবং ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে সাজিমকে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করান। শিশু হাসপাতালের শিশু স্নায়ুরোগ ও শিশু বিকাশ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুসতফা মাহবুব তার রোগ নির্ণয় করেন।
চিকিৎসক মুসতফা মাহবুব জানিয়েছেন, শীঘ্রই তার মাথায় অপারেশন করাতে হবে এবং ঠোঁট কাটারোগের জন্যও অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাতে হবে। তার অপারেশন ও চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৫ লাখ টাকা। ইতিমধ্যে সাজিমের চিকিৎসায় দরিদ্র পরিবারটি নিস্ব হয়ে পরেছে। এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু সাজিমের অপারেশনসহ চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ দরিদ্র পরিবারটির নেই।
তাই সমাজের বিত্তবান দানশীল মানুষের নিকট শিশু সাজিমের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কামনা করছে অসহায় বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানা :
মোসা. পিয়ারা বেগম, হিসাব নং- ১৭২৮৫/৮,
জনতা ব্যাংক লিমিটেড, হাতিরদিয়া শাখা, মনোহরদী, নরসিংদী।
মোবাইল নাম্বার – ০১৭৮২৪৭২৯৩৫ ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই