রাঙ্গুনিয়া সংবাদদাতা : শিক্ষার্থীদের মাঝে সততা দেশাত্ববোধ, মানুষের প্রতি মমত্ববোধ ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। এসবের সাথে যদি মেধার সমন্বয় হয় তাহলে সে হয়ে উঠবে অনন্য একজন মানুষ। আর যদি শুধু মেধাবী হয় তাহলে শুধু তার উপকার হবে। ভবিষ্যতে দেখা যাবে সে মেধাবী স্বার্থপর। ভাই-বোন ও গ্রামের মানুষের খবর রাখছেনা। দেশাত্ববোধ না থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় দেশের সেবা তো দুরে থাক অভিভাবকের খবরও নেয়না। জীবন হচ্ছে একটি যুদ্ধ ক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। সমস্ত প্রতিকুলতা পেরিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে জয়ী হতে হলে স্বপ্ন থাকতে হবে। যে মানুষের স্বপ্ন থাকে সে জীবনে সফলতা অর্জন করতে পারে। শনিবার (৫ আগস্ট) রাঙ্গুনিযার পূর্ব সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তারা একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মো. আকতার হোসেনের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, খাগড়াছড়ি কাঠ ব্যবসয়ী সমিতির সাধারন সম্পাদক শওকতুল ইসলাম, সমাজসেবী এস এম কামাল উদ্দিন, মোহাম্মদ হাসেম, এমদাদুল ইসলাম মিয়াজী, মো. জাফর তালুকদার, কবিয়াল আবদুল লতিফ, খোরশেদ আলম সুজন, মজিম আল দীন, মো. হারুন, প্রধান শিক্ষক নুরুল আকতার, ইউপি সদস্য সাইদুল ইসলাম, মো. ইউসুফ, হাছান মুরাদ, মো. সাগর, মো. হাছান, প্রমূখ।