আন্তর্জতিক ডেস্ক::: তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেছেন ‘সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে’।
তুরস্ক বলছে, রুশ সুখোই-২৪ যুদ্ধবিমানটি তুর্কী আকাশসীমা লংঘন করছে বলে বার বার সতর্কবার্তা দেবার পরই সেটিকে গুলি করে নামানো হয়।
কিন্তু মি. পুতিন বলেন, রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমার মধ্যেই ছিল।

সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় জ্বলন্ত বিমানটি সিরিয়ার ভেতরে একটি পাহাড়ি এলাকায় পড়ছে। বিমানটির দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়।
তবে পরে আল-আরাবিয়া নামে একটি টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, একজন কথিত পাইলটের হেলমেটবিহীন মৃতদেহের চারপাশ ঘিরে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে এবং ইসলামী শ্লোগান দিচ্ছে।
মস্কো বলছে, তাদের বিমানটি সিরিয়ার আকাশসীমার বাইরে কখনোই যায় নি এবং তুরস্কের আকাশসীমায় ঢোকে নি, এবং তারা তা প্রমাণ করতে পারবে।

ক্রেমলিনের একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা। রাশিয়া আরো বলছে, বিমানটিকে গুলি করা হয়েছে আকাশ থেকে নয়, বরং মাটি থেকে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ ঘটনার ব্যাপারে নেটো, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য দেশগুলোর সাথে পরামর্শ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কিচুক্ষণ আগে পাওয়া খবরে জানা যায়, নেটো জোট তুরস্কের অনুরোধে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

টিভির সংবাদচিত্রে দেখা যায় যে জ্বলন্ত এসইউ২৪ বিমানটি নিচে পড়ে যাচ্ছে, এবং দুজন পাইলট প্যারাশুট দিয়ে মাটিতে নেমে আসছে।
বিমানটির পাইলটদের একজন সিরিয়ায় তুর্কমেন বাহিনীর জিম্মায় আছে বলে এক অসমর্থিত খবর পাওয়া গেছে।
সিরিয়ার ভূখন্ডের ভেতরে লাটাকিয়ার একটি গ্রামে বিধ্বস্ত হয় বিমানটি।