আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী অচিরেই চূড়ান্ত বিজয় অর্জন করবে।
রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফুমিন মস্কোয় বলেছেন, সিরিয়ায় চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধ পরিপূর্ণ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনীর এই বিজয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে ফুমিন বলেন, সিরিয়ার স্থলবাহিনীকে আকাশ থেকে রুশ বিমান বাহিনী সমর্থন দিয়েছে বলেই বিজয়ের এতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছে দামেস্ক।
রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এবং তাদের ধ্বংস অনিবার্য। দেইর আয-যোর পুনরুদ্ধারের পর শহরটি পরিদর্শনে গিয়ে দায়েশের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র দেখছেন সিরিয়ার সেনাপ্রধান।
গত কয়েক মাসে সিরিয়ার সেনাবাহিনী ও গণবাহিনী উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বশেষ গত সপ্তাহে ফোরাত নদীর তীরে অবস্থিত দেইর আয-যোর শহরটি পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ গত কয়েক বছর ধরে ‘সিরিয়ার মুক্তা’ নামে খ্যাত এই শহরটি দখল করে রেখেছিল। (পার্সটুডে)