সুমন শুদ্ধ :সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছেন লেখক, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব । গ্রন্থে প্রকাশিত হবে মন্ত্রীর জীবনের বিভিন্ন অধ্যায়, তাঁকে নিয়ে কাছের মানুষের স্মৃতিচারণ, বিশ্লেষকের মুল্যায়ন, সংবাদ পত্রের প্রতিবেদন সহ অনেক কিছু । থাকবে দুর্লভ ছবি । এ ব্যাপারে সৌমিত্র দেব বলেন , তিনি সৈয়দ মহসিন আলীর জীবদ্দশায় তার জীবনী রচনার উদ্যোগ নিয়েছিলেন । এগিএছিলেন অনেকখানি । কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সব কিছু থমকে যায় । এই স্মারক গ্রন্থের মাধ্যমে জীবনী রচনার একটি বিশাল ধাপ অতিক্রম হবে । সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অসমাপ্ত কাজ সমাপ্ত করণের দিক নির্দেশনা উল্লেখিত থাকবে গ্রন্থে ।
সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে নিয়ে স্মারক গ্রন্থে থাকবে মহমান্য রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর বাণী । মাননীয় অর্থমন্ত্রী আবুলমাল আবদুল মুহিত , অর্থ পরতিমন্ত্রী এম এ মান্নান , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর স্মৃতিচারণ । সিলেটের সাবেক মেয়র বদর উদ্ধিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান আহমদ সহ আরো অনেকে ।
সৈয়দ মহসিন আলীকে নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছেন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব । এক বিবৃতিতে তিনি জানান, উৎসাহী লেখক ও প্রিয়জনদের লেখা ও ছবি উপরের ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হল ।