ঢাকা: প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানের বিনিময়ে ৭ উইকেট লাভ করা আবাহনী স্পিনার সাকলাইন সজীব বাংলাদেশের ক্রিকেটে মাইলফলক ছুঁয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের মাটিতে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশি বোলার হিসেবে যেখানে দ্বিতীয় ক্রিকেটার সজীব।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ২০০৪ সালে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রেকর্ড গড়েন বাঁহাতি স্পিনার। ৮ ওভারে ১৭ রানের বিনিময়ে একটি মেডেন দিয়ে ৭টি উইকেট দখল করেন তিনি।
পরবর্তীতে ২০১৩ সালে আব্দুর রাজ্জাকের রেকর্ডে ভাগ বসান জিম্বাবুয়ের স্পিনার শেন উইলিয়ামস। ঢাকা প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের হয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৭ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ মেডেন দিয়ে ৭ উইকেট নেন তিনি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর শেষ ম্যাচে মূলত সজীবের দুর্দান্ত ঘূর্নিতেই ধ্বস নামে প্রাইমের ব্যাটিং শিবিরে। ৯.২ ওভার বল করে তিনি ৫৮ রানের বিনিময়ে ৭টি উইকেট পান। শেষ ম্যাচ জিতে আবাহনী এবারের আসরের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।