সংযুক্ত আরব আমিরাত থেকে আবদুল মান্নান: প্রবাসে দেশীয় স্ংস্কৃতির প্রচার প্রসারের লক্ষে সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল সেন্টার (বিসিসি) নানা আয়োজনে উদযাপন করেছে বর্ষ বরণ ১৪২৪।
এ উপলক্ষে গতকাল শুক্রুবার স্হানীয় আইন আল ফায়দা রির্সোটে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্টান। বৈশাখী মেলায় দেশীয় খেলাধুলা ও চিত্রাংকন প্রতিয়োগিতা, পিঠা পুলী উৎসব, যেমন খুশী তেমন সাঁজ, ইলিশ পান্তা পর্বের আয়োজন করা হয়।
আলোচনা সভা সংগঠনের সাধারন সম্পাদক নাসির উল্লাহর পরিচালনায় ও মেলা আয়োজন কমিটির সভাপতি ইউসুপ শরীফ টিপুর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকোশলী মোয়াজ্জেম হোসন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আবদুস সালাম তালুকদার, আল আইন জনাতা ব্যাংকের ম্যানেজার হাবীবুর রহমান, উপদেষ্টা এইচ এম ফয়েজ উল্লাহ প্রমুখ।
এতে বক্তব্য রাখেন এ আর মাকসুদ, কাজী ফারুক, আকতার হোসন বাদল, আবদুল কাদের সিদ্দিকী, শওকত ওসমান, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ শহীদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা এইচ এম ফয়েজ উল্লাহ বিসিসি’র নির্বাচিত সকল কর্মকর্তাদের নাম ঘোষণা করে পরিচিত করে দেন।
অনুষ্ষ্টানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাজে দেশীয় ভাষা ও সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে হবে। আর তা করতে হলে প্রবাসেও এ ধরনের আয়োজনের কোন বিকল্প নেই। তারা প্রবাসে দেশীয় সংস্কৃতির প্রচার প্রসারে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মিসেস সানজিদা আনজুম শিমুল ও মিসেস সীমা রাযের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনা উপস্হিতি শত শত প্রবাসীদের মাতিয়ে রাখে। বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা ক্ষুদে শিল্পীদের নানা পরিবেশনা প্রবাসীদের দারুন আনন্দ দেয়।
পরে কাজী মোহাম্মদ ফারুকের পরিচালনায় রাফেল ড্র, লাকী কুপন ও নানা ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পরিশেষে মুখরোচক দেশী খাবার পরিবেশনের মাধ্যমে রাত দুটায় অনুষ্টান সমাপ্ত করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই