এম আবদুল মন্নান, আমিরাত প্রতিনিধি : ‘মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ট সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান করতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে।
তাদের বাদ দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অগ্রগতি সম্ভব নয়। সংযুক্ত আরব আমিরাতের প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটি আয়োজিত আবুধাবীর একটি হোটেলে গত শুক্রবার প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলে ইফতারপূব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
পরে দেশ, জাতি প্রবাসীদের কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী আ ক ম আবুল হাশেম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল মোতালেব, প্রবীন সংগঠক জাহাঙ্গীর চৌধুরী, অধ্যাপক আবু তাহের, মুক্তিযোদ্ধা একে এম আজিজুল হক, মুক্তিযোদ্ধা জাকের হোসেন, মুক্তিযোদ্ধা একে এম ফজলুল হক, মুকিযোদ্ধা জহুর আলী, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাংবাদিক নিমাই সরকার, মুক্তিযোদ্ধার সন্তান বেলায়েত হোসেন হিরু, মোচ্ছাফা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ রুহুল আমিন, আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক সোহেল মাঝি প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন, শামীম আহসান, এস এম কামাল, নজরুল ইসলাম, মোহাম্মদ এরশাদ, শফিউল ইসলাম, মোহাম্মদ আইযুব, সেলিম চেীং প্রমুখ।
বক্তারা আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশে-বিদেশে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত প্রবাসের বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার প্রদান করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই