বিল্লাল হোসেন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের মিডডে মিলের উপকারীতা বিষয়ক আলোচনা সভা, কবিতা আবৃত্তির কৌশল প্রনয়ন ও ছাত্রদের মধ্যে মিডডে মিল বক্স বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিডডে মিল উপকরন বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মিরাজুন্নেছা ও বিকুল চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় নুনিয়ার সভাপতিত্বে আরো বক্তব্যদেনসহকারী শিক্ষিকা অনুপমা বাড়ই উর্মি, নাছরিন আক্তার ও চৈতালী চক্রবর্তী। পরে প্রধান অতিথি বিদ্যলয়ের ছাত্রছাত্রীদের কবিতা শিখা ও আবৃত্তির কৌশল সম্পর্কে ধারণা দেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই