কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাতের পাশে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন মাঠে যারা ঈদের নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে এখন নিরাপদে বের করে আনার কাজ করা হচ্ছে।
পুলিশ বলছে সকাল নয়টার কিছু পরে মাঠের মূল প্রবেশ পথের এক কিলোমিটারের মধ্যে এই বিস্ফোরণ হয়।
তবে বিস্ফোরণটি কিসের তা নিশ্চিত করেনি পুলিশ। এলাকায় বিজিবি ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
কিশোরগঞ্জের গোয়েন্দা বিভাগের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক মজুমদার বিবিসি বাংলাকে বলেন মাঠের পাশে আজিমউদ্দিন হাই স্কুল রয়েছে সেখান থেকে মাঠের মূল প্রবেশ পথ এক কিলোমিটারের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য শোলাকিয়ার এই মাঠে প্রতিবছর কয়েক লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করেন।