ডেস্ক নিউজ : আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের শেষ সময়ের আগের দিন রাজধানীর কর কার্যালয়গুলোতে ভিড় করেছেন করদাতারা।
বুধবার সব কর অঞ্চলেই দেখা যায় উপচেপড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দেন তারা। শেষ মুহূর্তের তাড়ায় অফিসের সিঁড়িতে বসেই তথ্য পূরণ করতে দেখা যায় কাউকে কাউকে।
এদিকে করদাতাদের সুবিধায় শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বুধবার সন্ধ্যায় বাসসকে বলেন, ৩০ নভম্বের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। যতক্ষণ পর্যন্ত করদাতারা কর কার্যালয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হবে।
যারা এখনও রিটার্ন জমা দেননি তাদের বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে অনুরোধ করেন তিনি।
এনবিআর সূত্র জানায়, বুধবার বিকেল পর্যন্ত ১১ লাখের ওপরে রিটার্ন দাখিল হয়েছে। বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৩২ লাখের মতো। এর মধ্যে গত বছর আয়কর বিবরণী জমা দেন ১৫ লাখ।
এনবিআর কর্মকর্তারা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বরই ২০১৭-১৮ করবর্ষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমার সময় শেষ হচ্ছে। এর পরে কেউ রিটার্ন জমা দিতে চাইলে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নিতে পারবেন। এজন্য ওই করদাতাকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
এবার নভেম্বরের শুরুতে এনবিআর আয়োজিত মেলায় তিন লাখ ৩৫ হাজার ৪৮৭টি আয়কর বিবরণী জমা পড়ে। মেলা থেকে রাজস্ব আয় হয়েছে ২ হাজার ২১৭ কোটি ৩৩ লাখ টাকা।
চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। (বাসস)