ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বোন মরিয়ম বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (০৬ আগস্ট) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর মোহাম্মদপুরের তাজমোহল রোডের মিনার মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
মরিয়ম বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।