শূন্য শিক্ষা
-সাহাদাত সাঈদ
মানুষ হতে শিক্ষা যে দেয়
শিক্ষা গুরু সে,
গুরুর সম্মান ভুলে যে যায়
ভবো অধম সে।
কি লাভ হবে সনদ নিয়ে
ডিগ্রী করে ভারি,
শিক্ষা যদি শিক্ষার না হয়
কোথায় দিবে পারি?
শিক্ষক যদি মরতে চায়
ছাত্রের কর্মকান্ডে,
পড়া-লেখা এখনই ছাড়
যাবে না কিছু ভান্ডে।