জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি(চট্টগ্রাম):: শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে বিশেষ অবদানের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বর্ণপদক-১৬ পেলেন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ ও পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মুন্সি। শুক্রবার (২৭ মে) ঢাকা কাওরান বাজারের ফজলুল হক স্মৃতি অডিটরিয়ামে হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। বিশ্ববঙ্গ সোসাইটি (বিবিএস) এর আয়োজনে সংগঠনটির সভাপতি মো. আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সৈয়দ আবু কাওছার মো. দবিরুশ্বান। প্রধান আলোচক ছিলেন প্রতিরক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী এম.পি। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, রাজউক পরিচালক (আইন) বিভাগের যুগ্ন-সচিব ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ দৌলা, হিউমান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ সোসাইটির (বিবিএস) এর সাংগঠনিক সম্পাদক এম. শফিক উদ্দিন অপু, সাংবাদিক মো. আলমগীর হোসেন। জসিম উদ্দীন মুন্সি আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, পোমরা সাফলেজা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন বোয়ালখালী আনজুমানে আছাদীয়া নুরিয়া সেহাবীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সেলিনা কাদের ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি মানবাধিকার পদক সহ একাধিক পুরস্কার লাভ করেন।