ডেস্ক নিউজ: একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদত বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় দলটির শীর্ষ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রিন্স, শ্যামা ওবায়েধ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে সব শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন খালেদা জিয়া।
শহীদ বুদ্ধিজীবীদের দেশের বরেণ্য শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়ে বিএনপি নেত্রী বলেন, তারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা করেছিলেন।
বুদ্ধিজীবীদের প্রত্যাশা অনুযায়ী দেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।