আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অভিন্ন সীমান্তের অনেক এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করেছে লেবাননের সেনাবাহিনী। তাকফিরিদের বিরুদ্ধে বৃহত্তম অভিযানের অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছে।
বৈরুতভিত্তিক আল মায়েদিন চ্যানেল জানিয়েছে, আজ(বুধবার) লেবাননের উত্তরপূর্বাঞ্চলের গ্রাম রাস বালবেকের উপকণ্ঠে লেবাননের সেনাবাহিনী আজ অগ্রাভিযান সম্পন্ন করেছে।
রাস বালবেকসহ আল-কা শহর এবং আল-ফাকিনা গ্রামে দায়েশ অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র এবং কামান হামলার পর এসব এলাকা মুক্ত করা হয়।
সিরিয়ার অভিন্ন সীমান্তে দায়েশ আস্তানা বিরুদ্ধে গত কয়েক দিন ধরে লেবাননের সেনাবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আরসাল মালভূমি এবং তার আশেপাশের এলাকা থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিতে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অভিযান চালিয়েছিল।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই