খেলাধুলা ডেস্ক: অবনমন এড়ানোর লড়াইয়ে ছিল স্টোক সিটি। অন্য দিকে চ্যাম্পিয়নস লিগ খেলে আসা লিভারপুল ছিল চনমনে। কিন্তু ইংলিশ লিগে দুই দলের ম্যাচ শেষে হাসল স্টোক সিটি। আক্ষেপ নিয়ে ঘরের মাঠ ছাড়ে লিভারপুল। স্টোক সিটি রুখে দিয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা লিভারপুলকে।
অনফিল্ডে দুই দলের কেউই পারেনি গোল করতে। গোলশূণ্য ম্যাচ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। তবে ম্যাচ শেষে সবথেকে বেশি হতাশায় পুড়েছেন লিভারপুল স্টার মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে অনফিল্ডে খেলা শেষ এক বছরে সবগুলো ম্যাচে গোল করেছিলেন সালাহ। কিন্তু আজ পারলেন। তবে লক্ষ্যভেদ করার সহজ সুযোগ পেয়েছিলেন তুরষ্কের তারকা। ওয়ান টু ওয়ানে পেয়েছিলেন স্টোক সিটির গোল রক্ষককে। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ ইনফর্ম সালাহ।
তবে কপাল কিছুটা হলেও পুড়েছে স্টোকসিটির। প্রথমার্ধের শেষ দিকে গোল পেয়েছিল তারা। কিন্তু ড্যানি ইগিংসে গোলটি বাদ পড়ে অফসাইডে। ম্যাচ ড্রয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে অবনমনের শঙ্কায় থাকা স্টোকসিটি। ৩৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে তারা। আর লিভারপুরের পুঁজিতে ৭১ পয়েন্ট। ৩৫ ম্যাচের ২০টি জিতেছে তারা। হেরেছে ৪টিতে, ড্র করেছে ১১টি।