বিনোদন ডেস্ক : ২০১৭ সালে বলিউডের প্রথম ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছে রোহিত শেঠি। তার পরিচালিত ‘গোলমাল এগেইন’ তার ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। এবার তার পরবর্তী ছবি নির্মাণের ঘোষণা আসছে শীঘ্রই। ধারণা করা হচ্ছে রোহিত শেঠি তেলেগু ব্লকবাস্টার ছবি ‘টেমপার’ রিমেক করাবে।
এ ছবিতে তার পছন্দের তালিকা থাকছে রণবীর সিং। যদিও রোহিত-রণবীর একসাথে কোন ছবি করেনি। তবে এ জুটি বিজ্ঞাপন করেছে একসাথে।
‘টেমপার’ তেলেগু সুপারস্টার এনটিআর জুনিয়র অভিনীত একটি এ্যাকশান ছবি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করে। ছবিটিতে নায়িকা হিসেবে ছিল কাজল আগারওয়াল। ইতোমধ্যে রোহিত শেঠি ছবিটি নির্মাণ করার জন্য এর স্বত্ত্ব কিনে নিয়েছে বলে শোনা যাচ্ছে। ফলে কমেডি ছবির জনপ্রিয় এ পরিচালক আবারো এ্যাকশান ধাঁচের ছবি নির্মাণ করতে যাচ্ছে।
রণবীর সিং-রোহিত শেঠির ‘টেমপার’ বলিউডে মুক্তি পাবে ২০১৮ সালের ক্রীসমাসে। ফলে শাহরুখ খানের স্বপ্নে প্রজেক্স ‘ধরফ’ এর সাথে লড়াইয়ে আরো একটি ছবি যুক্ত হল।