কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মো. আনসার উল্লাহ নামের ওই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়।
তিনি মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং এলাকার মো. জাফর হোসেনের ছেলে। বর্তমানে তিনি টেকনাফের হ্নীলার নয়াপাড়ার শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন জানান, বরিশালের গৌরনদী উপজেলার মোহাম্মদ রাসেল নামের এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যায় ওই মানবপাচার চক্র।মালয়েশিয়ায় পৌঁছার পর সেখানে তাকে আটকে রেখে পাচারকারী চক্রটি মুঠোফোনে তার পরিবারের লোকজনের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় রাসেলের পরিবারের লোকজন আনসার উল্লাহর ব্যক্তিগত ‘অবৈধ’ একাউন্টে পাঁচ লাখ টাকা পাঠান। এ ঘটনায় মালয়েশিয়ায় পাচারের শিকার রাসেলের ভাই বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে র্যাব সদস্যরা আনসার উল্লাহর টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।
আনসার উল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ও আন্তর্জাতিক চক্রের সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে দুইটি মামলা রয়েছে।