স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ছন্দে ফিরতে রীতিমত যুদ্ধ করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদ। গতকাল সবশেষ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে গোল না পাওয়ায় রোনালদো-বেনজেমাদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
ম্যাচ শেষে গতকাল রিয়াল কোচের কণ্ঠে হতাশা ঝরেছে এভাবে, ‘রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। কারণ আমরা ম্যাচে গোল করতে পারছি না। গত বছরের তুলনায় এবারের পারফরম্যান্সে পরিবর্তন লক্ষ্য করা গেছে। আমি আজ খেলা দেখেছি এবং বলতে পারছি না যে গতবারের চেয়ে দল ভালো খেলেছে। গতবার আমাদের এমন কিছু ম্যাচ ছিল যেখানে শেষ সময়ে জয় পেয়েছি। এবার তেমন কিছু দেখছি না।’
ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য সাধারণত রোনালদো, বেল কিংবা বেনজেমাদের ওপরই প্রত্যাশাটা বেশি থাকে রিয়াল মাদ্রিদ কোচের। গতকাল তাদের পারফরম্যান্সের প্রতি ইঙ্গিত দিয়ে জিদান বলেন, ‘আমি শঙ্কিত নই। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি হতাশ। আমার কাজ হচ্ছে খেলোয়াড়দের ইতিবাচকভাবে তৈরি করা এবং গোল পাওয়ার জন্য প্রস্তুত করা।’